PMSYM – প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা

PMSYM – প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা
কি?

You have to wait 15 seconds.

Download Now
নিরাপত্তা দিতে ভারত সরকার একটি পেনশন যোজনা চালু করেছে যার নাম প্রধানমন্ত্রী শ্রম যোগী মান ধন যোজনা। ১৫ই ফেব্রুয়ারী ২০১৯ থেকে কেন্দ্র সরকার এই পেনশন স্কিম চালু করেছে। সরকারি এই যোজনার পরিচালনা করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এই প্রকল্প রূপায়ণে রয়েছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LICI) এবং সিএসসি ই-গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড (CSC SPV)। অসংগঠিত ক্ষেএে যারা কর্মরত তারা এই পেনশন যোজনার অন্তর্ভুক্ত হতে পারেন। এই যোজনার অন্তর্ভুক্ত থাকলে কোনো ব্যক্তি অবসরের বয়স অতিক্রম করার পর (৬০ বছরের পর থেকে) প্রত্যেক মাসে ন্যূনতম তিন হাজার টাকা করে নথিভুক্ত থাকা ব্যাংক একাউন্টে পেনশন হিসেবে পাবেন, তবে তার জন্য তাকে নির্দিষ্ট পরিমান টাকা প্রত্যেক মাসে প্রিমিয়াম দিতে হবে এবং কত টাকা প্রিমিয়াম হবে সেটি নির্ভর করবে এই স্কীমে নথিভুক্তিকরণের সময় আবেদনকারীর বয়স অনুযায়ী। এই স্কিমের আরো একটি উল্লেখযোগ্য বিষয় হলো প্রত্যেক মাসে আপনি যে পরিমান প্রিমিয়াম দেবেন সেই সম পরিমান টাকা কেন্দ্রীয় সরকারের তরফে আপনার পেনশন একাউন্টে জমা হবে। 


PM-SYM পেনশন স্কিমের উল্লেখ করার মতো বিষয়গুলি হল :

✺নূন্যতম মাসিক পেনশন ৩০০০ টাকা।
✺৬০ বছর এর পর থেকে জীবনব্যাপী পেনশন পেতে থাকবেন।
✺নিয়মিত অনুদান দিতে থাকাকালীন ৬০ বছরের আগেই কোনো গ্রাহক মারা গেলে, গ্রাহকের স্ত্রী / স্বামী উক্ত পেনশন স্কিমটি ইচ্ছা অনুযায়ী চালু রাখতে অথবা বন্ধ করতে পারেন।
✺রয়েছে ফ্যামিলি পেনশনের সুবিধা (পেনশন পেতে থাকাকালীন গ্রাহক মারা গেলে, গ্রাহকের স্ত্রী / স্বামী ৫০% পেনশন পেতে থাকবেন)।
✺গ্রাহক এবং গ্রাহকের স্ত্রী / স্বামী উভয়েই মারা গেলে সমস্ত টাকা পেনশন ফান্ডে ফেরত চলে যাবে।
✺প্রয়োজন হলে এই স্কিম বন্ধ করতে পারেন। এই স্কীমে সংযুক্ত হওয়ার ১০ বছরের মধ্যে, বার্ধক্যের আগে (৬০ বছর বয়সের আগে) যদি বাতিল করতে চান তাহলে কেবলমাত্র গ্রাহকের জমা করা টাকা সেভিংস ব্যাঙ্কের সুদের হারে ফেরত পাবেন। 
✺আর এই স্কীমে সংযুক্ত হওয়ার ১০ বছরের পরে, বার্ধক্যের আগে (৬০ বছর বয়সের আগে) যদি বাতিল করতে চান তাহলে কেবলমাত্র গ্রাহকের জমা করা টাকা পেনশন ফান্ড দ্বারা সঞ্চিত সুদ অথবা সেভিংস ব্যাঙ্কের সুদের হারে ফেরত পাবেন, যেটি রাশিটি বেশি হবে।
✺এই স্কীমে নিয়মিত অনুদান দিতে থাকাকালীন ৬০ বছরের আগেই কোনো গ্রাহক স্থায়ী ভাবে অক্ষম হয়ে পড়েন এবং অনুদান না দিতে পারেন তাহলে গ্রাহকের স্ত্রী / স্বামী উক্ত পেনশন স্কিমটি ইচ্ছা অনুযায়ী চালু রাখতে অথবা বন্ধ করতে পারেন, যদি বন্ধ করেন তাহলে গ্রাহকের জমা করা টাকা পেনশন ফান্ড দ্বারা সঞ্চিত সুদ অথবা সেভিংস ব্যাঙ্কের সুদের হারে ফেরত পাবেন, যেটি রাশিটি বেশি হবে।
✺অনলাইন নথিভুক্তিকরণ এর জন্য maandhan.in এ ভিএলই লগিন করুন।
✺মাসিক অনুদান জমা করতে কোথাও যেতে হবে না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে জমা হয়ে যাবে।
✺কোনো আয়ের প্রমাণপত্র লাগবে না।
✺এই স্কিমের পেনশন ফান্ড পরিচালনা করা এবং পেনশন দেওয়ার দায়িত্বে রয়েছে LICI PMSYM স্কিমের মাধ্যমে সংগৃহিত টাকা ভারত সরকার দ্বারা বর্ণিত নিয়মে বিনিয়োগ করা হবে।


কারা এই পেনশন যোজনার অন্তর্ভুক্ত হতে পারবেন ?

অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক নিচে উল্লিখিত শর্তাবলী পূরণ করলেই এই পেনশন স্কিমের জন্য নথিভুক্ত হতে পারেন।

✺ বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
✺ মাসিক আয় ১৫০০০ এর কম হতে হবে।
✺ আধার নম্বর থাকতে হবে।
✺ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
✺ আবেদনকারী আয়কর দাতা হলে হবে না। 
✺ সংগঠিত কর্মীদের EPFO / NPS / ESIC করা থাকলে হবে না।


অনলাইন রেজিস্ট্রেশন এর সময় কি কি প্রয়োজন হবে ?

✺আধার নম্বর
✺মোবাইল নম্বর
✺ইমেল আইডি (আবশ্যক নয়)
✺পেশা / কাজের ধরণ
✺ব্যাঙ্কের বিবরণ (অ্যাকাউন্ট নম্বর ও IFS Code)
✺বিবাহিতদের ক্ষেত্রে স্বামী / স্ত্রীর নাম (Spouse Name)
✺মনোনীত ব্যক্তির (Nominee) বিবরণ জন্ম তারিখ সহ

বিঃ দ্রঃ
প্রত্যেক মাসের প্রদেয় অর্থ অটো ডেবিট ফেসিলিটির মাধ্যমে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেনশন অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। প্রত্যেক গ্রাহককে তাঁর ৬০ বছর বয়স অবধি যথাবিহিত মাসিক প্রিমিয়াম জমা করে যেতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট Click Hare. 
এই প্রকল্প কীভাবে আবেদন করবে জানতে এখানে ক্লিক করুন Click Hare. 
এই প্রকল্পে আবেদন করার ভিডিও দেখতে এখানে ক্লিক করুন Click Hare. 

Post a Comment

Previous Post Next Post