প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনায় আবেদন করুন মোবাইল নম্বর বা CSC আইডির মাধ্যমে ৷

এই প্রকল্প  দুরকম পদ্ধতিতে আবেদন করা যায় ১. মোবাইল নম্বরের মাধ্যমে ২. CSC আইডির মাধ্যমে। 

  • এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে এই লিঙ্কে ক্লীক করে Click Hare অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে । এখানে এসে Click Hare To Apply Now তে ক্লীক করবে। 

  • এর পর আপনার যদি CSC VLE আইডি থাকে তাহলে আপনি আইডি দিয়ে লগইন করতে পারেন অথবা মোবাইল নম্বর দিয়ে লগইন করতে পারেন। CSC লগইনের ক্ষেত্রে CSC VLE তে ক্লীক করবে এবং মোবাইল নম্বর লগইনের ক্ষেত্রে Self Enrollment তে ক্লীক করবে।

  • এরপর এখানে আপনার মোবাইল নম্বর বসাতে হবে এবং PROCEED এ ক্লিক করতে হবে। 

  • PROCEED এ ক্লিক করার পর এখানে আপনার নাম ও ইমেইল আইডি বসাতে হবে। এরপর GENERATE OTP তে ক্লীক করবে। 

  • এর পর আপনার মোবাইলে ছয়টি নম্বরের otp আসবে otp টি এখানে বসিয়ে PROCEED এ ক্লিক করবে। PROCEED এ ক্লিক করলেই লগইন হয়ে যাবে। 

  • এরপর এমন একটি পেজ খুলে যাবে। এখানে Enrollment তে ক্লীক করে pradhan mantri shram yogi mandhan yojana তে ক্লীক করবে। 

  • এরপর একটি ফ্রম চলে আসবে এবং এখানে সমস্ত কিছু ফিলাপ করতে হবে। 

  1. আধার নম্বর লিখুন।
  2. পুরো নাম লিখুন।
  3. মোবাইল নম্বর লিখুন।
  4. ইমেইল আইডি দিন।
  5. জন্ম তারিখ লিখুন।
  6. ড্রপ ডাউন থেকে লিঙ্গ নির্বাচন করুন।
  7. ড্রপ ডাউন থেকে রাজ্য নির্বাচন করুন।
  8. ড্রপ ডাউন থেকে জেলা নির্বাচন করুন।
  9. পিন কোড লিখুন।
  10. সুবিধাভোগী উত্তর-পূর্ব অঞ্চলের (এনইআর) অন্তর্গত হলে নির্বাচন করুন।
  11. ড্রপ ডাউন থেকে বিভাগ নির্বাচন করুন।
  12. ড্রপ ডাউন থেকে পেশা নির্বাচন করুন।
  13. NPS/ESIC/EPFO-এর সদস্য/বেনিফিশিয়ারি কিনা তা বেছে নিন।
  14. আয়কর প্রদানকারী কিনা তা নির্বাচন করুন।
  15. ই শ্রম কার্ড থাকলে  নম্বরটি বসান।
  • পুরো ফ্রমটা ফিলাপ করার পর Submit এ ক্লিক করবে। 
  • এরপর আরেকটি পেজ খুলে যাবে। এখানে আপনি তিন রকম পক্রিয়ায় ভেরিফিকেশন করতে পারবেন। 
  1. FMR- Biometric Scanner/আঙুলের টিপের স্ক্যানের মাধ্যমে। 
  2. OTP-আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকলে। 
  3. IRIS- Eyes Scanner/চোখের স্ক্যানের মাধ্যমে। 
  • আমি যেহেতু Biometric স্ক্যানের মাধ্যমে করব তাই  FRM সিলেক্ট করে  Verify Using Bio Authentication তে ক্লীক করব। ক্লিক করার আগে বায়োমেট্রিক ডিভাইস টি কম্পিউটারের সাথে কানেক্ট করে নেবেন।
  • এরপর আরেকটি পেজ আসবে এখানে এই বক্সে ক্লীক করে Start Capture তে ক্লীক করবে। এবং বায়োমেট্রিক ডিভাইসে লাইট জ্বলবে এবং আবেদনকারীকে বায়োমেট্রিক দিতে হবে।
  • এরপর অটোমেটিক ভেরিফাই হয়ে আরেকটি পেজে চলে যাবে। এখানে আপনাকে ব্যাঙ্কের ডিটেলস দিতে হবে। 
  1. ব্যাঙ্কের আই এফ এস সি কোড দিতে হবে। 
  2. কোড দিয়ে verify তে ক্লীক করলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। 
  3. অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। 
  4. আবেদনকারীর নাম বসাতে হবে। 
  5. একাউন্ট টাইপ saving তে ক্লীক করবে। 
  6. একাউন্ট নম্বর বসাতে হবে। 
  7. একাউন্ট নম্বর আরেকবার বসাতে হবে। 
  8. এরপর নমিনির ডিটেলস দিতে হবে
  9. আবেদনকারী বিবাহিত কীনা সিলেক্ট করতে হবে। 
  10. যদি বিবাহিত হয় তাহলে স্বামী/স্ত্রী নাম বসাতে হবে। 
  11. নমিনির নাম বসাতে হবে। 
  12. নমিনির সঙ্গে কি সম্পর্ক তা সিলেক্ট করতে হবে। 
  13. নমিনির জন্মতারিখ বসাতে হবে। 
  14. অভিভাবকের নাম বসাতে হবে। 
  • এরপর এখানে আপনি একমাস/তিনমাস/ছয়মাস/একবছর হিসাবে টাকা দিতে চান তা সিলেক্ট করতে হবে। এরপর বক্সে ক্লীক করে Submit & Proceed তে ক্লীক করবে। 
  • এরপর আপনার সামনে আরেকটি পেজ খুলে যাবে এখানে আপনাকে Print Mandate Form তে ক্লীক করবে। ক্লীক করার পর একটি ফ্রম ডাউনলোড হয়ে যাবে এবং এই ফ্রম টিকে প্রিন্ট করে নিতে হবে। এরপর এই ফ্রম টিতে আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে।
  • এরপর এই ফ্রম কে  Chose File তে ক্লীক করে স্ক্যান ফাইলটি আপলোড করতে হবে। আপলোড করার পর Upload Scan Copy তে ক্লীক করবে।
  • এরপর অটোমেটিক আরেকটি পেজ খুলে যাবে। এখানে আপনাকে প্রথম মাসের পেমেন্ট পে করতে হবে। Csc মাধ্যমে করলে csc password ও wallet pin দিয়ে পেমেন্ট করতে হবে। মোবাইল নম্বর দিয়ে করলে আপনাকে অন্যান্য পেমেন্ট app দিয়ে পেমেন্ট করতে হবে। 
  • এরপর আরেকটি পেজ খুলে যাবে এবং এখানে Download Pradhan Mantri Shram Yogi Mandhan Yajona তে ক্লীক করতে হবে। 
  • এরপর একটি একাউন্ট নম্বর সহ কার্ড ডাউনলোড হয়ে যাবে।
অফিসিয়াল ওয়েবসাইট Click Hare. 
এই প্রকল্প সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন Click Hare. 
এই প্রকল্পে আবেদন করার ভিডিও দেখতে এখানে ক্লিক করুন Click Hare. 

Post a Comment

Previous Post Next Post