প্রতি মাসে ৩০০০/- টাকা আবেদন করুন প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা ৷

 

Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana

'প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা' হল প্রধানমন্ত্রী পেনশন যোজনা। যেখানে আবেদনকারীকে ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ৫৫-২০০ (বয়স অনুযায়ী)টাকা নীজের সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দিতে হবে। এবং ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩০০০/- টাকা পেনশন পাবেন। 

এটি একটি স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক পেনশন স্কিম যার অধীনে সুবিধাভোগী 60 বছর বয়সে পৌঁছানোর পর প্রতি মাসে 3000/- টাকার ন্যূনতম নিশ্চিত পেনশন পাবেন এবং যদি সুবিধাভোগী মারা যায়, তাহলে সুবিধাভোগীর পত্নী 50% পাওয়ার অধিকারী হবেন। পারিবারিক পেনশন হিসাবে পেনশন। পারিবারিক পেনশন শুধুমাত্র স্ত্রীর জন্য প্রযোজ্য।

  • স্কিমের মেয়াদপূর্তিতে, একজন ব্যক্তি মাসিক রুপি পেনশন পাওয়ার অধিকারী হবেন। 3000/-। পেনশনের পরিমাণ পেনশন ধারকদের তাদের আর্থিক প্রয়োজনে সাহায্য করতে সাহায্য করে।
  • এই স্কিমটি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য একটি শ্রদ্ধা যারা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় 50 শতাংশ অবদান রাখে।
  • 18 থেকে 40 বছর বয়সী আবেদনকারীদের 60 বছর বয়স না হওয়া পর্যন্ত প্রতি মাসে 55 থেকে 200 টাকা পর্যন্ত মাসিক অবদান রাখতে হবে।
  • একবার আবেদনকারীর বয়স 60 পূর্ণ হলে, তিনি পেনশনের পরিমাণ দাবি করতে পারেন। প্রতি মাসে একটি নির্দিষ্ট পেনশনের পরিমাণ সংশ্লিষ্ট ব্যক্তির পেনশন অ্যাকাউন্টে জমা হয়।
কি কি যোগ্যতা থাকতে হবে  ?
  1. ১৮-৪০ বছর বয়স হতে হবে। 
  1. মাসিক আয় ১৫,০০০ এর কম হতে হবে। 
  1. অসংগঠিত শ্রমিক হতে হবে। 
কি কি ডকুমেন্ট লাগবে  ? 
  1. আধার কার্ড। 
  1. সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। 
  1. মোবাইল নম্বর। 
  1. ইমেইল আইডি (থাকলে হবে/না থাকলে হবে)। 
  1. ই শ্রম কার্ড নম্বর (থাকলে হবে/না থাকলে হবে)। 
কীভাবে আবেদন করবেন  ? 
  1. নীজের মোবাইল বা কম্পিউটার দিয়ে। 
  1. CSC সেন্টার/কমন সার্ভিস সেন্টারে গিয়ে। 
কত বয়সে কত টাকা দিতে হবে ?

আবেদনকারীর বয়স আবেদনকারীর মাসিক টাকা (C) কেন্দ্রীয় সরকারের মাসিক টাকা (D) মোট মাসিক টাকা (মোট = C + D)
18 55.00 55.00 110.00
19 58.00 58.00 116.00
20 61.00 61.00 122.00
21 64.00 64.00 128.00
22 68.00 68.00 136.00
23 72.00 72.00 144.00
24 76.00 76.00 152.00
25 80.00 80.00 160.00
26 85.00 85.00 170.00
27 90.00 90.00 180.00
28 95.00 95.00 190.00
29 100.00 100.00 200.00
30 105.00 105.00 210.00
31 110.00 110.00 220.00
32 120.00 120.00 240.00
33 130.00 130.00 260.00
34 140.00 140.00 280.00
35 150.00 150.00 300.00
36 160.00 160.00 320.00
37 170.00 170.00 340.00
38 180.00 180.00 360.00
39 190.00 190.00 38.00
40 200.00 200.00 400.00

কীভাবে আবেদন করবে জানতে এখানে ক্লিক করুন। Click Hare.

এই প্রকল্প সম্বন্ধে আরো জানতে এখানে ক্লিক করুন Click Hare.

অফিসিয়াল ওয়েবসাইট Click Hare.  

Post a Comment

Previous Post Next Post