How To Get Google drive unlimited

 আজ আমি আপনাদের এমন একটি টিপস সম্পর্কে জানাব তা জেনে আপনাদের অনেক সুবিধা হবে। তো আজ আমি আপনাদের google drive কীভাবে unlimited করবে সে সম্পর্কে বলব। কেননা আমরা আমাদের মোবাইলে মেমোরি যখন সম্পূর্ণ হয়ে যায় বা বিভিন্ন প্রয়োজনে ডকুমেন্ট, ফটো, ভিডিও ইত্যাদি গুগল ড্রাইভের মধ্যে রেখে থাকি। আর প্রবলেম হয় যখন গুগল ড্রাইভের স্টোরেজ ভর্তি হয়ে যায়, কেননা google driveএর স্টোরেজ থাকে মাত্র 15 GB. এর জন্য আমাদের গুগল ড্রাইভের সাইজ বাড়াতে হয় আর Google drive বাড়াতে গেলে সেখানে আমাদের টাকা পে করতে হয়। এই সমস্যা থেকে বেরিয়ে আসার একটি উপায় রয়েছে সেটি হল google driveকে unlimited করে নেওয়া। 

Google drive unlimited করার জন্য আমাদের প্রথমে যেতে হবে এই লিঙ্কে https://td.msgsuite.workers.dev এই লিঙ্কে ক্লিকের পর এমন একটি ওয়েবসাইট খুলে যাবে। 👇👇👇


এরপর এখানে Iaccept the terms তে ক্লীক করবে। ক্লিকের পর আর একটি এইরকম পেজ খুলবে। 👇👇👇


এরপর এখানে Shared Drive name এর জায়গাতে একটি নাম বসাতে হবে। যেমন.. Drive1 বা কিছু একটা নাম বসাতে হবে। এরপর Your Gmail address এর জায়গাতে যে ইমেইল টিতে আনলিমিটেড গুগল ড্রাইভ করতে চাও সেই ইমেইল টি বসিয়ে দেবে। এরপর যে Random নামে যে অপশন টি আছে ওটা Random থাকবে। এরপর I am human তে ক্লীক করবে। ক্লীক করার পর এমন একটি অপশন আসবে। 👇👇👇


👇👇👇

👇👇👇

এরপর এখানে এই ছবিগুলোর মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে। যেমন এখানে উপরে যে একটি বুট বা জুতোর ছবি রয়েছে এবং নীচে অনেক বুটজুতো ও বেল্টের ছবি রয়েছে। এখানে উপরে যে ছবি রয়েছে নীচে সেই ছবি গুলির উপর ক্লিক করতে হবে। এরপর Verify তে ক্লীক করতে হবে। এটি verify হয়ে গেলে এমন দেখাবে। 👇👇👇



এরপর এখানে Create তে ক্লীক করলে unlimited Google drive হয়ে যাবে। 


এছাড়া যদিও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। 👇👇👇

Post a Comment

Previous Post Next Post