PM Kisan E-Kyc for Morpho Device কীষান সম্মান নিধি e-kyc


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে সমস্ত কৃষকদের জন্য কীষান সম্মান নিধি/pm kisan প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে সমস্ত কৃষক পেয়ে যাবে প্রতি বছর ৬০০০/- টাকা। আজকের বিষয় হল কীভাবে পিএম কিষান এ E-Kyc বা আধার ভেরিফাই করব। এই প্রকল্পের e-kyc করার আর মাত্র কিছুদিন সময় রয়েছে। তাই এখনও পর্যন্ত যারা e-kyc করেননি কাছাকাছি কোনো CSC সেন্টারে গিয়ে e-kyc করে নিন। নাহলে আপনার পিএম কিষান একাউন্ট বাতিল করে দিতে পারে। 
তো প্রথমে আমরা পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। এরপর CSC login তে ক্লীক করব। এখানে Csc id ও Password দিয়ে লগইন করতে হবে।
লগইনের পর এখানে Biometric Aadhaar Authentication তে ক্লীক করবে। ক্লীকের পর এখানে আধার নম্বর ও পাশে লেখা কোডটি বসাতে হবে। কোডটি বসানোর পর Search তে ক্লীক করবে।
সার্চে ক্লীক করার পর আপনার মোবাইল নম্বর বসিয়ে Get Mobile Otp তে ক্লীক করবে। এরপর আপনার মোবাইলে চার সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপি এখানে বসাতে হবে। ওটিপি বসিয়ে Submit OTP তে ক্লীক করবে।
এরপর Capture For E-Kyc by Morpho Device তে ক্লীক করবে। ক্লীক করার সঙ্গে সঙ্গে Morpho Device তে আবেদনকারীকে টিপ দিতে হবে এবং উপরে দেখাবে Captured Successful. এরপর সামিটে ক্লীক করলে পেমেন্টের পেজে চলে যাবে।
এখানে প্রথমে Csc পাসওয়ার্ড দিয়ে Validate তে ক্লীক করে Wallet Pin দিয়ে ৫.৩৪ টাকা পে করতে হবে। পে করার সঙ্গে সঙ্গে পেমেন্ট রিসিভ দিয়ে দেবে। সেটিকে আপনার কাস্টমার কে প্রিন্ট করে দেবে। 
এই প্রকল্প সম্পর্কে আরো জানতে ও কিভাবে আবেদন করবে জানতে এখানে ক্লিক করো Click Hare. 

অফিসিয়াল ওয়েবসাইট  Click Hare

Pm Kisan E-Kyc করার ভিডিও দেখতে এখানে ক্লিক করুন Click Hare. 

Pm Kisan Morpho Driver ইনস্টল করতে এখানে ক্লিক করো Click Hare. 

Post a Comment

Previous Post Next Post