আবেদন করলেই পাবেন ৬০০০/- টাকা/pm kisan

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  কৃষকদের সাহায্যের জন্য এক প্রকল্প তৈরি করেন এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী কীষান সম্মান নিধি যোজনা/pm kisan. এই প্রকল্পে ছোটো বড়ো সবধরনের কৃষক আবেদন করতে পারবে। এছাড়া এই প্রকল্পে আবেদনকারী কৃষক পরিবার তিনটি কিস্তির মাধ্যমে বছরে ৬০০০/- টাকা করে পাবে। এই প্রকল্পে কারা আবেদন করতে পারবে, কি কি ডকুমেন্ট লাগবে নীচে বিস্তারিত আলোচনা করা হল। 

কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে ?
১.ছোটো বড়ো সব ধরনের কৃষক আবেদন করতে পারবে। 
২.মাসিক ইনকাম ১০,০০০/- কম হতে হবে। 

কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে না ? 
১.কোনো প্রতিষ্ঠানিক জমির মালিক আবেদন করতে পারবে না। 
২. সরকারি পদের কোনো ব্যক্তি আবেদন করতে পারবে না। 
৩. প্রাক্তন ও বর্তমান মন্ত্রী/রাজ্য মন্ত্রী এবং লোকসভা/রাজ্যসভা/রাজ্য বিধানসভা/রাজ্য বিধান পরিষদের প্রাক্তন/বর্তমান সদস্য, পৌর কর্পোরেশনের প্রাক্তন ও বর্তমান মেয়র, জেলা পঞ্চায়েতের প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানরা এই প্রকল্পে আবেদন করতে পারবে না। 
৪. যেসব ব্যাক্তির ইনকাম ট্যাক্স দিতে হয় তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে না। 
৫. ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পেশাদার আবেদন করতে পারবে না। 

এই প্রকল্পে আবেদন করতে কি কি লাগবে ? 
১. আধার কার্ড। 
২. রেশন কার্ড। 
৩. জমির পর্চা। 
৪. ব্যাঙ্কের একাউন্ট বই। 
৫. মোবাইল নম্বর সহ মোবাইল। 

কীভাবে আবেদন করবে ?
১. কাছাকাছি কোনো ডিজিটাল সেবা কেন্দ্র/CSC Service Center তে গিয়ে এই প্রকল্পে আবেদন করবে পারেন। 
২. CSC থেকে কীভাবে কীভাবে আবেদন করবে জানতে  এখানে ক্লিক করুন Click Hare. 

আবেদন করার পর কোনো ডকুমেন্ট কি জমা  দিতে হবে। 
এই প্রকল্পে আবেদন করার পর কোনো ডকুমেন্ট কোথাও জমা দিতে হবে না। আগে যেসব ব্যাক্তি আবেদন করেছে তাদের ডকুমেন্ট S.D.O অফিসে জমা দিতে হবে এবং নতুন নির্দেশিকা অনুসারে যেসব ব্যাক্তি নতুন আবেদন করবে তাদের আর কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না। 

এই প্রকল্পের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ কাজ।
এই প্রকল্পে যেসব ব্যাক্তি টাকা পাচ্ছেন তোমারা যত তাড়াতাড়ি পারবেন কাছাকাছি কোনো ডিজিটাল সেবা কেন্দ্র থেকে ই কেওয়াইসি (e-kyc)করে নেবেন। কেননা এই প্রকল্পের নতুন নিয়ম অনুসারে যেসব ব্যাক্তি ই কেওয়াইসি (e-kyc) না করলে পি এম কীষান একাউন্ট বন্ধ করে দিতে পারে। 

কীভাবে ই কেওয়াইসি করবে জানতে এখানে ক্লিক করুন Click Hare. 
নতুন আবেদন কীভাবে করবে ভিডিও দেখুন Click Hare. 
অফিসিয়াল পুরানো ওয়েবসাইট Click Hare. 
অফিসিয়াল পুরানো ওয়েবসাইট Click Hare. 
অফিসিয়াল নতুন ওয়েবসাইট Click Hare. 
CSC login Click Hare. 

অন্যান্য প্রকল্প ও টিপসের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমদের ইউটিউব(YouTube) Channel 'My Online Tech'
এছাড়া যদি কোনো সমস্যা থাকলে নীচে কমেন্ট করতে পারেন বা নীচে WhatsApp ও  Telegram গ্রুপ আছে সেখানে জয়েন্ট হয়ে ম্যাসেজ করতে পারেন।

Post a Comment

Previous Post Next Post