এরপর Blogger লিখে সার্চ করতে হবে। এরপর প্রথমে যে ওয়েবসাইট আসবে এখানে ক্লিক করলে blogger এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এখানে Create Your Blog তে ক্লীক করবে। এরপর আপনার ইমেইল আইডি দেখাবে। ইমেইল আইডির উপর ক্লিক করবে।
এরপর এখানে আপনার ব্লগারের কি নাম দেবে সেই নাম বসিয়ে Next তে ক্লীক করবে। এরপর আপনার ওয়েবসাইটে কি url লিঙ্ক দেবে সেটি এখানে বসাতে হবে। বসানোর পর যদি available দেখায় তবে সেই লিঙ্কটি নিতে পারবে। লিঙ্ক বসানোর পর Next তে ক্লীক করবে। এরপর ব্লগারে কি নাম দেবে বসিয়ে Finish তে ক্লীক করবে।
এরপর এমন একটি পেজ খুলে যাবে। এখন এখানে উপরে তিনটি দাঁড়িতে ক্লীক করবে। এরপর View Blog তে ক্লীক করলে ওয়েবসাইটটি খুলে যাবে।
এরপর এই ওয়েবসাইটে কি ধরনের ব্লগ পোস্ট করব সেরকম একটি থিম ডাউনলোড করে নেব। তার জন্য Templateify ওয়েবসাইটে আসব এবং চাইলে এখানে থেকে এই থিম টিকে লাইভ দেখতে পারব। এখানে একটু নীচে এলে Free Download তে ক্লীক করব। ক্লীক করলেই এই থিমটি ডাউনলোড হয়ে যাবে। এরপর এই জিপ ফাইলটিকে Extract করে নেব।
এরপর UPLOAD তে ক্লীক করব। ক্লীক করার পর ফাইলে এসে যে ফাইলটি Extract করেছিলাম সেই ফাইলটি খুলে XML ফাইলটিতে ক্লীক করব।
কিছুক্ষণ পর থিম Restore হয়ে গেলে আমার ওয়েবসাইটে আসব। এরপর এটিকে Refresh/Reload করব এবং আমার ওয়েবসাইটটির থিম সম্পূর্ণ পাল্টে যাবে। এখানে মেনুতে ক্লীক করলে মেনু ও সোশ্যাল মিডিয়া দেখতে পাব।
এইভাবে খুব সহজেই মোবাইলের মাধ্যমে ব্লগ পোস্ট
করতে পারবেন। তো এখন এই পর্যন্ত এরপরে আমি দেখাব কীভাবে এই থিম টিকে কাস্টমাইজ করতে হবে।
থিম কাস্টমাইজ Click Hare.
ব্লগার ওয়েবসাইট Click Hare.